ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

সর্বোচ্চ চাহিদায় উধাও এক ডজন প্রতিষ্ঠানের বিক্রেতা 

২০২৬ জানুয়ারি ১৯ ১৫:৪৬:৫২
সর্বোচ্চ চাহিদায় উধাও এক ডজন প্রতিষ্ঠানের বিক্রেতা 

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম দিনের ধারাবাহিকতায় আজও (১৯ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ প্রধান সূচক প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯২ পয়েন্টে। লেনদেন চলাকালে ডিএসইতে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৬৮টির। এর মধ্যেই বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ছিল এক ডজন প্রতিষ্ঠান।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চাহিদা তুঙ্গে থাকায় এসব এক ডজনপ্রতিষ্ঠানের শেয়ারে ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা পাওয়া যায়নি। ফলে বিক্রেতা সংকটে এসব কোম্পানির শেয়ার লেনদেন হল্টেড হয়ে যায়। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আজ যেসব কোম্পানির শেয়ার বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে সেগুলো হলো— ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, বিআইএফসি, খান ব্রাদার্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলিটেক্স বিডি, ফার্স্ট ফাইন্যান্স, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এপোলো ইস্পাত এবং তুংহাই নিটিং।

দর বৃদ্ধির দিক থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ পয়সা বা ১১ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০ দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফাস ফাইন্যান্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে— বিআইএফসির শেয়ার দর ১১ পয়সা বা ১০ দশমিক ০৯ শতাংশ, খান ব্রাদার্সের ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩ টাকা বা ৯ দশমিক ৮৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ, ফ্যামিলিটেক্স বিডির ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ, এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ১০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে