ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

চরমোনাই পীরের ভাইয়ের জন্য জামায়াত বিরল সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ১৯ ১০:৫৮:৪৭
চরমোনাই পীরের ভাইয়ের জন্য জামায়াত বিরল সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ভাই, ইসলামী আন্দোলনের আমির মুহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে কোনো প্রার্থী মনোনয়ন দেবে না। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, ফয়জুল করীম যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই আসনে সম্মান দেখিয়ে জামায়াত কোনো প্রার্থী রাখবে না।

রোববার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাহের বলেন, “ফয়জুল করীমের বিরুদ্ধে যে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।”

ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কোন আসনে জামায়াত আনুষ্ঠানিকভাবে সমর্থন দেবে, সে বিষয়ে স্পষ্ট করা হয়নি। পূর্বে তিনি জানিয়েছিলেন যে, যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে জামায়াত কোনো প্রার্থী রাখবে না।

উল্লেখ্য, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি কার্যকর হওয়ার আগে, গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর মাসে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আটটি দল একটি রাজনৈতিক জোট গঠন করেছিল। পরে ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও তিনটি দল ওই জোটে যোগ দেয়।

তবে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে ইসলামী আন্দোলন জোট ছাড়ার ঘোষণা দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে জামায়াত, এনসিপিসহ ১০ দল ২৫০ আসনে সমঝোতার ঘোষণা দেয় এবং তিনটি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত জানায়। এছাড়া, ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখা হয়। কিন্তু উন্মুক্ত আসনে প্রার্থী রাখার প্রস্তাবে ইসলামী আন্দোলন একমত হয়নি। ফলে তারা ২৬৮ আসনে এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে