ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজার এগিয়ে নিতে যৌথ উদ্যোগের অঙ্গীকার

২০২৬ জানুয়ারি ১৯ ২০:২১:৪০
শেয়ারবাজার এগিয়ে নিতে যৌথ উদ্যোগের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নবনির্বাচিত নির্বাহী কমিটির এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন ছাড়াও বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন, বাজার সংস্কার এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে নিয়ন্ত্রক সংস্থা ও তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিএসইসির পক্ষ থেকে বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দুই পক্ষ একসঙ্গে কাজ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

বিএসইসির মুখপাত্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, শেয়ারবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন হলো বিএপিএলসি। বাজারের উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে এই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশ, অর্থনীতি ও শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারের কল্যাণ ও টেকসই উন্নয়নে কমিশন সবসময় সক্রিয় রয়েছে এবং এ ক্ষেত্রে বাজারের সব অংশীজনকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বিএসইসি প্রস্তুত থাকবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে