ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

ক্যাশ ডিভিডেন্ড পেল তিন কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৬ জানুয়ারি ১৯ ২০:০৫:৪৭
ক্যাশ ডিভিডেন্ড পেল তিন কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি তাদের পরিচালনা পর্ষদ ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে সরাসরি এই অর্থ প্রেরণ করেছে।

ডিভিডেন্ড বিতরণকারী প্রতিষ্ঠানগুলো হলো মুন্নু ফেব্রিক্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে সোমবার (১৯ জানুয়ারি) এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। ঘোষিত এই ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর মুন্নু ফেব্রিক্স শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

উল্লেখ্য, তিনটি কোম্পানির ঘোষিত এই ক্যাশ ডিভিডেন্ড তাদের নিজ নিজ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে