ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে

২০২৬ জানুয়ারি ১৬ ০০:২৭:২৬
যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার বেশ কিছু দেশ। তালিকার গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও মিসরের মতো রাষ্ট্রগুলোও রয়েছে, যা হাজার হাজার মানুষের আমেরিকায় স্থায়ী হওয়ার স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, গত নভেম্বর মাসে জারি করা একটি বিশেষ নির্বাহী আদেশের প্রেক্ষিতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো, যারা ভবিষ্যতে মার্কিন সরকারের ওপর আর্থিক বোঝা হয়ে দাঁড়াতে পারেন, তাঁদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মূলত যারা সরকারি কল্যাণ সুবিধা ভোগ করে মার্কিন জনগণের সম্পদ ব্যবহার করতে চান, তাঁদের প্রবেশ ঠেকানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান প্রশাসন।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রক্রিয়া নিয়ে জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা আগের মতোই ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। তবে সাক্ষাৎকার সফল হলেও কোনো নতুন অভিবাসী ভিসা অনুমোদন বা ইস্যু করা হবে না। এই স্থগিতাদেশ ঠিক কবে নাগাদ প্রত্যাহার করা হতে পারে, সে বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। তবে একটি বিশেষ ছাড় থাকছে—যদি কোনো আবেদনকারী দ্বৈত নাগরিক হন এবং নিষিদ্ধ তালিকার বাইরে থাকা কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করেন, তবে তিনি এই স্থগিতাদেশের আওতায় পড়বেন না।

এই কঠোর সিদ্ধান্তটি মূলত শুধুমাত্র স্থায়ীভাবে বসবাসের জন্য প্রয়োজনীয় অভিবাসী বা পারমানেন্ট রেসিডেন্ট ভিসার ওপর প্রভাব ফেলবে। এর বাইরে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা ও স্টুডেন্ট ভিসার মতো নন-ইমিগ্র্যান্ট ক্যাটাগরিগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকছে। তবে স্থগিতের তালিকায় পরিবারভিত্তিক সব ভিসা (স্বামী/স্ত্রী, সন্তান, বাগদত্তা) এবং গ্রিনকার্ডধারীদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ক্যাটাগরিগুলো রয়েছে। এর ফলে অনেক পরিবারই অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ল।

কর্মসংস্থানভিত্তিক অভিবাসী ভিসা যেমন—দক্ষ কর্মী, বিশেষ কর্মী ও ইবি-৫ বা বিনিয়োগভিত্তিক ভিসাও এই স্থগিতাদেশের কবলে পড়েছে। এমনকি ডিভি লটারি বা ডাইভারসিটি ভিসার মতো জনপ্রিয় ক্যাটাগরিগুলোও এখন বন্ধ থাকবে। সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যে সরকারি সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতি ধরা পড়ার পর থেকেই আবেদনকারীদের সক্ষমতা যাচাইয়ে স্টেট ডিপার্টমেন্ট এমন চরম পদক্ষেপ নিল। এর আগে গত সপ্তাহেই বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য নতুন 'ভিসা বন্ড' নিয়ম কার্যকর করা হয়েছে, যা বিনিয়োগকারী ও সাধারণ আবেদনকারীদের জন্য বড় অঙ্কের ক্যাশ খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফিফা বিশ্বকাপের মাত্র পাঁচ মাস আগে আমেরিকার এমন কট্টর অবস্থান দেশটির অতিথিপরায়ণতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। গত কয়েক অর্থবছর ধরে অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক কড়াকড়ির কারণে আমেরিকার প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যারা কষ্টার্জিত অর্থ বা ডিভিডেন্ড সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চেয়েছিলেন, তাঁদের জন্য এই সংবাদটি একটি বড় দুঃস্বপ্ন হিসেবে আবির্ভূত হয়েছে। এই স্থগিতাদেশটি শেয়ারবাজারের মতো আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে