ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

ট্রাম্পকে ছাপিয়ে গেলেন তারেক রহমান!

২০২৬ জানুয়ারি ১৮ ১১:৫৭:২৩
ট্রাম্পকে ছাপিয়ে গেলেন তারেক রহমান!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড-এ প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।

বিএনপির মিডিয়া সেলের বরাত দিয়ে জানা যায়, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে মোট লাইক সংখ্যা ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬, আর এনগেজমেন্ট বা ‘টকিং অ্যাবাউট’ সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। সর্বশেষ ১৪ দিনে পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে, যা দৈনিক গড়ে ৩৯ হাজারের বেশি।

সোশ্যাল ব্ল্যাডের এ ++ গ্রেড দেওয়ার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে তারেক রহমান ৪২তম স্থানে রয়েছেন। এ রিপোর্ট অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা ব্যক্তিরাই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে বিবেচিত হন।

ফেসবুক কার্যক্রমের পরিসংখ্যানের ভিত্তিতে তারেক রহমানের পেজ বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উঠে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে