ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

এবার চালের দাম নিয়ে দুঃসংবাদ

২০২৬ জানুয়ারি ১৯ ১১:০৮:২০
এবার চালের দাম নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : উত্তরের শস্য ভান্ডারখ্যাত নওগাঁ জেলায় দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের সরু চালের দাম হঠাৎ বেড়েছে। পাইকারি বাজারে প্রতি কেজিতে দাম বেড়েছে ১ থেকে দেড় টাকা, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে প্রায় ৪-৫ টাকা।

নওগাঁ পৌর এলাকায় দেখা যায়, বর্তমানে কেটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৭৫-৭৬ টাকায়, জিরাশাইল ৬৮-৭০ টাকায়, ব্রিআর-২৮ জাতের চাল ৬০-৬২ টাকায় এবং আতপ চাল ১৩০ টাকায়। তুলনামূলকভাবে দুই সপ্তাহ আগে একই বাজারে কেটারিভোগ ৭০-৭২ টাকা, জিরাশাইল ৬৪-৬৬ টাকা, ব্রিআর-২৮ ৫৭-৬০ টাকায় বিক্রি হয়েছিল।

নওগাঁ জেলার মোট ধানের ৫১% সরু জাত, ২৯% মোটা জাত এবং বাকি সুগন্ধি জাতের।সরু ধানের আবাদ হয় মূলত বোরো মৌসুমে। যেহেতু বোরো মৌসুম শেষ হয়েছে, তাই বাজারে সরু ধানের যোগান কমেছে।ধানের সরবরাহ কমে যাওয়ায় কাটারিভোগ ও জিরাশাইল চালের দামও বেড়ে গেছে।

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোতে চালের এই মূল্যবৃদ্ধি সমস্যা সৃষ্টি করেছে।ভোক্তারা বাজার নিয়ন্ত্রণ ও চাল আমদানি শুরু করার দাবি জানিয়েছেন।

রাশেদুল হক (খুচরা বিক্রেতা): “সরু চাল পাই কম, বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমদানি শুরু হলে দাম স্থিতিশীল হতে পারে।”

ফরহাদ হোসেন চকদার (চালকল মালিক গ্রুপ): “বোরো ধানের মজুদ শেষ হওয়ার কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে, যা খুচরা বাজারেও প্রভাব ফেলেছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে