ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

২০২৬ জানুয়ারি ১৪ ১০:৪২:১৬
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

নিজস্ব প্রতিবেদক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার মতে, দীর্ঘদিন ধরে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ জনগণ।

জাখারোভা অভিযোগ করেন, ইরানবিরোধী শক্তিগুলো দেশটির অভ্যন্তরীণ অসন্তোষকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি একে তথাকথিত ‘কালার রেভল্যুশন’ কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেন, যার মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা চালানো হয়।

তিনি আরও বলেন, ইরান সরকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে সংলাপের পথ বেছে নিতে আগ্রহী। কিন্তু এই পরিস্থিতিকে অজুহাত করে যদি আবারও সামরিক হামলার দিকে এগোনো হয়, তাহলে তা শুধু ইরানের জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে দেশজুড়ে বিক্ষোভ চলছে। জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, চলমান বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন এবং ১০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তবে ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহত বা আটকসংক্রান্ত কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক বিকল্প বিবেচনা করছে। এসব খবরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে, যার প্রেক্ষাপটেই রাশিয়া প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে