ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

লেনদেনে তীব্র দাপট দেখালো ৩ খাত

২০২৬ জানুয়ারি ১৩ ১৭:৩২:৪৬
লেনদেনে তীব্র দাপট দেখালো ৩ খাত

নিজস্ব প্রতিবেদক: আজ (১৩ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বগতির সঙ্গে টাকার অংকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট লেনদেন হয়েছে প্রায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৩ কোটি ৮৫ লাখ টাকা বেশি। এমন বাজার পরিস্থিতিতে ৪ খাতে লেনদেন বেড়েছে, যার মধ্যে সর্বাধিক লেনদেন হয়েছে ৩ খাতে। তথ্য জানিয়েছে আমার স্টক সূত্র।

লেনদেন বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো—জেনারেল ইন্স্যুরেন্স, ওষুধ ও রসায়ন, এবং বস্ত্র।

এই তিনটির মধ্যে আজ টাকার অংকে সর্বাধিক লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। খাতটির লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৭.৭৪ শতাংশ। খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বাধিক লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে, যার শেয়ার লেনদেন আজ ৮ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকার হয়েছে।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এদিন এই খাতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৪.১৪ শতাংশ। খাতের কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার শীর্ষে থেকেছে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার।

তৃতীয় সর্বাধিক লেনদেন হয়েছে বস্ত্র খাতে, যেখানে আজ মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ২১ লাখ টাকা, যা মোট লেনদেনের ১১.৫৯ শতাংশ। এই খাতের মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শীর্ষে থেকে ৭ কোটি ৯০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে