ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পীর ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

২০২৬ জানুয়ারি ১৪ ১০:১৫:৫৮
সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পীর ১১ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের মালিকানাধীন বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ জেলার একাধিক দালান ও জমি রয়েছে। উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে—মহাখালী ডিওএইচএস এলাকায় একটি পাঁচতলা ভবন, পূর্বাচলে ৯ কাঠার একটি প্লট, মানিকগঞ্জ সদরে একটি চারতলা বাড়ি এবং সিংগাইর উপজেলায় দুটি দোতলা বাসভবন। এ ছাড়া সিংগাইরের জয়নগরসহ বিভিন্ন মৌজায় প্রায় ৪২০ শতাংশ জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পৈতৃক সূত্রে পাওয়া মানিকগঞ্জের একটি দোতলা বাড়িকে এই আদেশের বাইরে রাখা হয়েছে।

মঙ্গলবার আদালতে দুদকের পক্ষে জব্দের আবেদন উপস্থাপন করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুনানিতে দুদক জানায়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত চলাকালে এসব সম্পদ হস্তান্তর বা বিক্রির আশঙ্কা থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে জব্দ প্রয়োজন।

দুদকের আবেদনে বলা হয়, পৈতৃক সম্পদ বাদে জব্দকৃত স্থাবর সম্পদের দলিলমূল্য প্রায় ১১ কোটি ৮১ লাখ টাকা।

প্রসঙ্গত, গত বছরের ১৩ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন মমতাজ বেগম। এরপর থেকে হত্যাচেষ্টা ও দুর্নীতিসহ একাধিক মামলায় তিনি কারাবন্দি রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে