ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রবাসীদের ব্যালট পেপার জালিয়াতি; ভিডিও নিয়ে তোলপাড়

২০২৬ জানুয়ারি ১৪ ০৭:২৯:০২
প্রবাসীদের ব্যালট পেপার জালিয়াতি; ভিডিও নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজার মধ্যেই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বাহরাইন ও ওমানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা বসে বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট গুনছেন এবং খামে ভরছেন। ভিডিও ধারণের সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে চরম আতঙ্ক ও ভিডিওটি ফেসবুকে না ছাড়ার জন্য অনুরোধ করতে শোনা যায়। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন যে, এই ভিডিও প্রকাশ পেলে প্রবাসীদের ভোট দেওয়ার এই নতুন সুযোগটি বন্ধ হয়ে যেতে পারে।

বিষয়টি নজরে আসতেই আজ মঙ্গলবার বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে এর প্রতিকার চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বাহরাইনে একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’ নেতারা এই ব্যালট পেপারগুলো নিয়ন্ত্রণ করছেন। তিনি এটিকে প্রকাশ্য কারচুপি হিসেবে অভিহিত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান। বিএনপি মনে করে, যারাই নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছে, তাদের শুধু শাস্তির আওতায় আনলেই হবে না, বরং তাদের এনআইডি কার্ড ও ভোটার তালিকা থেকে ব্লক করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে হবে।

ছড়িয়ে পড়া ৭ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কিছু লোক তড়িঘড়ি করে ব্যালট পেপারগুলো সরিয়ে ফেলছেন। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়, বরং এটি একদম বাস্তব। অন্যদিকে ২৭ সেকেন্ডের আরেকটি ভিডিওতে চট্টগ্রাম-৩ আসনের ব্যালট পেপার গুনতে দেখা যায়, যা ওমানে ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তাঁরা এর সত্যতা নিশ্চিত করতে খোঁজখবর নিচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। কমিশন জানিয়েছে, তারা ইতিমধ্যেই বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ইসি আশ্বস্ত করেছে। কমিশন এর আগে ঘোষণা দিয়েছিল, নির্বাচনে কোনো ধরনের কারচুপির প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের এনআইডি ব্লক করে দেওয়া হবে।

উল্লেখ্য, এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বড় ধরনের সুযোগ তৈরি করা হয়েছে। ৩০০ আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে প্রায় ৭ লাখ ৬০ হাজারই প্রবাসী। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দীদের পাশাপাশি প্রবাসীদের এই ভোটাধিকার নিশ্চিত করতে আইন সংশোধন করা হলেও, বিদেশের মাটিতে এই ধরনের ব্যালট জালিয়াতির অভিযোগ পুরো নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জামায়াতে ইসলামীর নাম এই ঘটনার সাথে জড়ালেও দলটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে