ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

কারাগার থেকে নিজের সম্পর্কে সাহসী বার্তা পাঠালেন মাদুরো 

২০২৬ জানুয়ারি ১২ ১১:২৯:১১
কারাগার থেকে নিজের সম্পর্কে সাহসী বার্তা পাঠালেন মাদুরো 

নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন কারাগার থেকে আইনজীবীদের মাধ্যমে তার ছেলেকে বার্তা পাঠিয়ে বলেছেন, “আমরা ভালো আছি, আমি একজন যোদ্ধা।” শনিবার এ তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার আইনপ্রণেতা ও মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

মাদুরো গুয়েরা জানান, তার বাবার আইনজীবীরা পরিবারকে এই বার্তা পৌঁছে দিয়েছেন। বার্তায় মাদুরো নিজের দৃঢ়তা প্রকাশ করে পরিবারের সদস্যদের ব্যথিত না হতে বলেছেন। তিনি বলেন, “আমি একজন যোদ্ধা, আমরা ভালো আছি।”

এর আগে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসসহ ভেনেজুয়েলার আরও তিনটি শহরে সামরিক হামলা চালায়। ওই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

মাদুরো গুয়েরা আরও বলেছেন, তার বাবা ভেঙে পড়েননি এবং বর্তমান পরিস্থিতিতেও দৃঢ় মনোবল রাখছেন। তিনি জানিয়েছেন, সরকার ও সমর্থকেরা এখনো ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে আছে। মাদুরো বার্তায় যোগ করেছেন, “যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে