ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

কেন্দ্র থেকে সুখবর পেলেন বিএনপির আরও ৮ নেতা

২০২৬ জানুয়ারি ১১ ১৮:২৬:০৫
কেন্দ্র থেকে সুখবর পেলেন বিএনপির আরও ৮ নেতা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য পূর্বে বহিষ্কৃত ৮ নেতাকে ফের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদে ফিরিয়ে দিয়েছে। রোববার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলায় জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুখলেসুর রহমান বুলু এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম।

এছাড়া আবেদনের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকেও পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে