ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইউসিবির ৪৭ কোটি লোপাটের মামলায় দুদকের আসামী ৯৩

২০২৬ জানুয়ারি ১১ ১৮:১২:৪২
ইউসিবির ৪৭ কোটি লোপাটের মামলায় দুদকের আসামী ৯৩

নিজস্ব প্রতিবেদক: ভুয়া পরিচয়, জাল কাগজপত্র ও কাগুজে প্রতিষ্ঠানের আড়ালে সংঘবদ্ধভাবে ঋণ আত্মসাতের অভিযোগে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক (ইউসিবি) পিএলসির বিভিন্ন শাখার সঙ্গে সংশ্লিষ্ট ৯৩ জনকে আসামি করে সাতটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের চট্টগ্রাম–১ সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ৪৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রামের কৃষক, দিনমজুর ও দর্জিদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তাদের কাগজে–কলমে ব্যবসায়ী হিসেবে দেখানো হয়। এরপর তাদের নামে ব্যাংকে চলতি হিসাব খোলা হয় এবং হোছন ট্রেডিং, কর্ণফুলী এম্পোরিয়াম, জহির ইন্টারন্যাশনাল, ক্যাটস আই করপোরেশন, শাহ ট্রেডিং, হারুন অ্যান্ড সন্স ও মল্লিক অ্যান্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন দেওয়া হয়। দুদকের অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদকের উপপরিচালক সুবেল আহমেদ আমার দেশকে জানান, কৃষক ও দিনমজুরদের পরিচয়পত্র ব্যবহার করে শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অনিয়মের ঘটনায় আগেও মামলা হয়েছে এবং আরও কয়েকটি বিষয় বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, ইউসিবির তৎকালীন শীর্ষ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট ও অপারেশন বিভাগের একাধিক কর্মকর্তা সরাসরি এই অনিয়মে জড়িত ছিলেন। একটি সংঘবদ্ধ চক্র জাল ট্রেড লাইসেন্স, ভুয়া কাগজপত্র ও মিথ্যা যাচাই প্রতিবেদন তৈরি করে ঋণ অনুমোদনের পথ সুগম করে। ঋণের অর্থ পরে বিভিন্ন হিসাবে স্থানান্তর এবং নগদ উত্তোলনের মাধ্যমে পরিকল্পিতভাবে আত্মসাৎ করা হয়।

পাহাড়তলী শাখায় ‘শাহ ট্রেডিং’-এর নামে ৫ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ইউসিবির সাবেক ভারপ্রাপ্ত এমডি ও সিইও, একাধিক শাখা প্রধান, ক্রেডিট কর্মকর্তা এবং কয়েকজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীকে আসামি করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ইউসিবির সাবেক পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি এবং সাবেক পরিচালক বশির আহমেদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তাদের প্রভাব ও নির্দেশনায় একটি প্রভাবশালী চক্র ব্যাংকের বিভিন্ন শাখা থেকে একই কৌশলে ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচার করেছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে