ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

পতনের বাজারেও লেনদেনে উজ্জ্বল আট খাত

২০২৬ জানুয়ারি ১১ ১৬:৪৬:৪৪
পতনের বাজারেও লেনদেনে উজ্জ্বল আট খাত

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতনের মধ্য দিয়ে আজ (১১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনের পরিমাণও কমে আসে। আজ প্রধান শেয়ারবাজারে মোট প্রায় ৪১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৬ কোটি ৮৩ লাখ টাকা কম।

তবে সামগ্রিক এই মন্দাভাবের মধ্যেও টাকার অংকে লেনদেন বেড়েছে আটটি খাতের শেয়ারে। ‘আমার স্টক’ সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব খাতে লেনদেন বৃদ্ধি পেয়েছে সেগুলো হলো— ওষুধ ও রসায়ন, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, জেনারেল ইন্স্যুরেন্স, বিবিধ, কাগজ ও প্রকাশনা, সেবা ও আবাসন এবং সিরামিকস।

খাতভিত্তিক হিসাবে আজ টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। এদিন এই খাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৩ দশমিক ৮৩ শতাংশ। খাতটির কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে। আজ ডিএসইতে কোম্পানিটির ১৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এদিন খাতটিতে মোট ৪০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০ দশমিক ৩৫ শতাংশ। এই খাতের মধ্যে ডমিনেজ স্টিলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন হয়েছে, যার পরিমাণ ১৭ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আজ ডিএসইতে এই খাতে মোট ২৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৬ দশমিক ৪৯ শতাংশ। খাতটির মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারে সর্বাধিক লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকা।

এছাড়া জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২০ কোটি ৯০ লাখ টাকা, বিবিধ খাতে ২০ কোটি ৮০ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ১১ কোটি ৮০ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ৯ কোটি ১০ লাখ টাকা এবং সিরামিকস খাতে ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে