ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

১০ কোম্পানিতে কাটা পড়ল ২৯ পয়েন্টের বেশি

২০২৬ জানুয়ারি ১১ ১৫:২৫:২৯
১০ কোম্পানিতে কাটা পড়ল ২৯ পয়েন্টের বেশি

নিজস্ব প্রতিবেদক : সূচকের বড় পতনের মধ্য দিয়ে আজ (১১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে, যা গত পাঁচ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। সূচকের এই বড় পতনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ১০টি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

পয়েন্ট পতনে নেতৃত্ব দেওয়া কোম্পানিগুলো হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন হাইটেক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং উত্তরা ব্যাংক। এসব কোম্পানি মিলিয়ে আজ ডিএসইর সূচক থেকে ২৯ পয়েন্টের বেশি কমিয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। আজ ব্যাংকটি একাই ডিএসইর সূচক থেকে প্রায় ১১ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩৫ টাকা ৩০ পয়সা থেকে ৩৭ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে ব্যাংকটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ৩ হাজার টাকা।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে ৩ পয়েন্টের বেশি কমিয়েছে। এদিন শেয়ারটির দর ১ টাকা বা ২ দশমিক ৭৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়। লেনদেনের সময় দর ৩৫ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে ব্যাংকটির মোট লেনদেন হয়েছে ২ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট কমিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে। এদিন শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ০ দশমিক ৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০২ টাকা ২০ পয়সায়। লেনদেনকালে শেয়ারটির দর ২০২ টাকা থেকে ২০৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিন শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার টাকা।

অপর সাত কোম্পানির মধ্যে ওয়ালটন হাইটেক প্রায় ৩ পয়েন্ট, সিটি ব্যাংক ২ পয়েন্টের বেশি, বেক্সিমকো ফার্মা ২ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ১ পয়েন্টের বেশি, ব্র্যাক ব্যাংক প্রায় ১ পয়েন্ট, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১ পয়েন্ট এবং উত্তরা ব্যাংক ১ পয়েন্ট করে ডিএসইর সূচক থেকে কমিয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে