ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

রাজধানীতে গ্যাস সংকটের আসল রহস্য

২০২৬ জানুয়ারি ০৯ ১৫:৪৪:৩০
রাজধানীতে গ্যাস সংকটের আসল রহস্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় তীব্র গ্যাস সংকটের কারণ হিসেবে আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের ধাক্কায় গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে, ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ভোগান্তি দেখা দিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। তবে মেরামতের সময় পাইপলাইনে পানি প্রবেশ করায় এবং একই সঙ্গে নগরীতে গ্যাস সরবরাহ কম থাকায় বর্তমানে ঢাকায় তীব্র স্বল্পচাপ বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সমস্যা সমাধানে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট টিম সার্বক্ষণিক কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সবার সহযোগিতা কামনা করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে