ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের আগের বিতর্ক: ডিসি সারওয়ারের প্রতিক্রিয়া

২০২৬ জানুয়ারি ০৮ ১৩:০৭:০৮
নির্বাচনের আগের বিতর্ক: ডিসি সারওয়ারের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তার বিরুদ্ধে উঠা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

ডিসি সারওয়ার বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি এক টাকাও ঘুষ নিয়েছি, তাহলে আমি স্বেচ্ছায় আমার চাকরি ছেড়ে দেব এবং যেকোনো শাস্তি মাথা পেতে প্রস্তুত আছি। ১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা সম্ভব নয়।”

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি নেতা এমএ মালিকের মনোনয়ন বৈধ করাতে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ডিসি বলেন, “নির্বাচনের প্রাক্কালে একটি নির্দিষ্ট মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে।”

ডিসি সারওয়ার আলম সবাইকে অনুরোধ করেন গুজবে কান না দিতে এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখতে। পাশাপাশি তিনি বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া সংবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি শেষমেশ একটি সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে