ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

২০২৬ জানুয়ারি ০৮ ১২:৩০:২৯
সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শীত জেঁকে বসেছে, শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা বিপর্যয়ের দিকেই নেমেছে। আজ দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে আরও কিছুদিন এই শৈত্যপ্রবাহ থাকতে পারে।

আজ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শাহীনুল ইসলাম জানিয়েছেন, শৈত্যপ্রবাহ ধীরে ধীরে এগোচ্ছে এবং এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারে। কিছু নতুন জেলা এতে যুক্ত হতে পারে, আবার কিছু জেলা থেকে অব্যাহততা কমতে পারে।

সারাদেশে শীতের এমন তাণ্ডবের কারণে নাগরিকদের উষ্ণভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে