ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজারের মন্দা কাটাতে বড় ১০ কোম্পানি আনছে সরকার

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:২৯:৪৩
শেয়ারবাজারের মন্দা কাটাতে বড় ১০ কোম্পানি আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের প্রাণ ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠনে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। নেসলে, ইউনিলিভার ও কাফকোর মতো শক্তিশালী বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের হাতে থাকা লাভজনক ১০টি কোম্পানিকে দ্রুত পুঁজিবাজারে আনার জোর তৎপরতা শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টাদের পাশাপাশি শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা এবং বিএসইসি ও আইসিবির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আলোচিত ১০টি কোম্পানির তালিকায় রয়েছে— কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন, সিলেট গ্যাস ফিল্ডস, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)। এ ছাড়াও বহুজাতিক জায়ান্টদের মধ্যে সিনজেন্টা, সিনোভিয়া, নোভার্টিস, নেসলে এবং ইউনিলিভার বাংলাদেশকে বাজারে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, শেয়ারবাজার এখন অনেকটা আইনি কাঠামোর মধ্যে ফিরে এসেছে, তবে এর গভীরতা বাড়ানো জরুরি। তিনি বলেন, আমরা ভালো মৌলভিত্তি সম্পন্ন সরকারি কোম্পানিগুলোর শেয়ার দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছি। বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের শেয়ার থাকলেও সেগুলো তালিকাভুক্ত নয়। যদিও তারা বোর্ড সভার দোহাই দিচ্ছে, তবে সরকার থেকে আমরা নীতিগত সম্মতি দিয়েছি এবং তাদের দ্রুত প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বৈঠকে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে বলেন, নেসলে যদি ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত থাকতে পারে, তবে বাংলাদেশে সমস্যা কোথায়? ইউনিলিভারের একটি অংশ এখানে থাকলেও মূল অংশ নেই, অথচ তারা পার্শ্ববর্তী দেশগুলোতে শীর্ষ দশে রয়েছে। প্রয়োজনে তাদের কর ছাড়ের সুবিধা দেওয়া হোক, নয়তো কর বাড়িয়ে দিয়ে বাজারে আসতে উৎসাহিত করতে হবে।

উল্লেখ্য, ইউনিলিভারে বাংলাদেশ সরকারের প্রায় ৪০ শতাংশ শেয়ার রয়েছে। এই বিপুল পরিমাণ শেয়ারের একটি অংশ বাজারে ছাড়ার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তা বাস্তবায়িত হয়নি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিল্প এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবরা ইতোমধ্যে তাদের অধীনস্থ কোম্পানিগুলো ডাইরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

সরকারের এই মেয়াদে বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রক্রিয়াটি কিছুটা জটিল এবং আমাদের কোম্পানি আইন মেনে এগোতে হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা এসব মানসম্মত কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুযোগ পান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে