ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

এনসিপিকে আসন ছাড়ের বিষয়টি পরিস্কার করলেন জামায়াত

২০২৬ জানুয়ারি ০৭ ১৮:৩৪:৫৩
এনসিপিকে আসন ছাড়ের বিষয়টি পরিস্কার করলেন জামায়াত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি সংসদীয় আসন ছাড় দেওয়ার খবরকে সম্পূর্ণ ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডা. তাহের স্পষ্ট করে বলেন, এনসিপিকে আসন ছাড় দেওয়ার বিষয়ে জামায়াতের কোনো সিদ্ধান্ত নেই এবং এ ধরনের খবর বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জামায়াতের সঙ্গে একাধিক দল ও জোট রয়েছে—এ কথা উল্লেখ করে ক্ষমতায় গেলে কাকে প্রধানমন্ত্রী করা হবে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াত যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি নিয়ে কোনো জটিলতা থাকবে না।

সংবাদ সম্মেলনে ডা. তাহের প্রশাসনের ভূমিকা নিয়েও অভিযোগ করেন। তিনি বলেন, সম্প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে। অতীতের মতো আবারও যদি পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে একই দিন সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠকে ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিকও উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার ওই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে ডা. তাহের বলেন, অতীতে দেশে যেসব রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তার মূল কারণ ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাব। ভবিষ্যতেও যদি একই ধরনের নির্বাচন হয়, তাহলে দেশ আরও গভীর সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে