ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পে-স্কেলের সুপারিশ জমার তারিখ নিয়ে যা জানা গেল

২০২৫ ডিসেম্বর ৩১ ১৯:০৫:৩৮
পে-স্কেলের সুপারিশ জমার তারিখ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী চলতি বছরে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে এটি জমা হবে কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

জাতীয় কমিশনের একটি সূত্র জানায়, সম্ভাব্য ডেডলাইন হলো আগামী জানুয়ারির মাঝামাঝি।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে প্রধান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৭ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ১৪ আগস্ট। নিয়ম অনুযায়ী, প্রথম সভার দিন থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। তাই ফেব্রুয়ারি পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার জন্য সময় আছে।

তবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাই কমিশন জানুয়ারির মধ্যেই সুপারিশ জমা দেওয়ার পরিকল্পনা করছে।

সূত্রের মতে, নবম পে স্কেলের গ্রেড সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণসহ কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি। তাই আরও অন্তত দুটি পূর্ণ কমিশনের সভা আয়োজন করা হবে। সভায় সব অমীমাংসিত বিষয়ে একমত হওয়ার পর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। পরবর্তী সভায় সুপারিশ জমার সঠিক তারিখও নির্ধারণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে