ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের শ্রদ্ধা—জানুন শোকবার্তার মূল অংশ

২০২৫ ডিসেম্বর ৩১ ১৮:৩২:০৮
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের শ্রদ্ধা—জানুন শোকবার্তার মূল অংশ

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবিচল অঙ্গীকারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

বিকেলে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়শঙ্কর লেখেন, “আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করি।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠিও তারেক রহমানের হাতে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক পোস্টে জয়শঙ্কর বলেন, “ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি।”

এদিকে, বৈঠক শেষে বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে। সেখানে তাকে ‘গণতন্ত্রের জননী’ এবং ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে অভিহিত করা হয়েছে—যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে