ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২০২৫ সালে ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৫ ডিসেম্বর ৩১ ১৮:১০:৫৬
২০২৫ সালে ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আলোচ্য বছরে কোম্পানিটির ৩ হাজার ১১৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বছর শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪১ টাকা ৭০ পয়সায়।

তথ্য অনুযায়ী, একই সময়ে ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি)। ২০২৫ সালে ডিএসইতে কোম্পানিটির মোট ২ হাজার ৩৩৫ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২০২৫ সালে ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। আলোচ্য বছরে কোম্পানিটির মোট ২ হাজার ৩২৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া, বছরজুড়ে ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, রবি আজিয়াটা এবং মিডল্যান্ড ব্যাংক।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে