ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার মৃত্যুর দায়ে শেখ হাসিনার নাম নিল বিএনপি

২০২৫ ডিসেম্বর ৩১ ১৬:২০:৫৫
খালেদা জিয়ার মৃত্যুর দায়ে শেখ হাসিনার নাম নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মুক্তি পেতে পারেন না বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজার আগে দলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নজরুল ইসলাম খান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে বন্দি থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। দেশবাসী দেখেছে—যিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, তিনি বের হয়েছেন চরম অসুস্থ অবস্থায়।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশের চিকিৎসকদের মতে, পরবর্তী সময়ে গৃহবন্দিত্বের চার বছরে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ায় তার অসুস্থতা আরও বেড়ে যায়। এরই পরিণতিতে অবশেষে এই অপরাজেয় নেত্রী মৃত্যুর কাছে হার মানেন। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পেতে পারেন না।”

নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে