ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

২০২৫ ডিসেম্বর ৩১ ১৫:১৩:৩৪
লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : লাখো মানুষের অংশগ্রহণে ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা। বুধবার বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

বেগম জিয়ার জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা। রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই শেষ বিদায়ে শামিল হন।

জানাজা উপলক্ষে রাজধানী ঢাকা এক জনসমুদ্রে পরিণত হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ এমনকি মোহাম্মদপুর পর্যন্ত মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। জানাজার নির্দিষ্ট স্থানে জায়গা না পেয়ে সাধারণ মানুষ যে যেখানে পেরেছেন, সেখানেই দাঁড়িয়ে জানাজায় শরিক হন।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেগম জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে তার মরদেহ পৌঁছালে সেনাবাহিনীর সদস্যরা হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটোকল প্রদান করেন।

সকাল ৮টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে গুলশানে নেওয়া হয়। শুরুতে বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে তা গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় (তারেক রহমানের বর্তমান বাসভবন) নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও দলের নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। বেলা ১১টা ৫ মিনিটে সেখান থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মরদেহবাহী গাড়িটি।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় পৌঁছেছেন।উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া জানাজা উপলক্ষে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে