ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ স্থগিত বুধবারের বৃত্তি পরীক্ষা—জানানো হলো নতুন তারিখ

২০২৫ ডিসেম্বর ৩০ ১৫:৫৮:২৪
হঠাৎ স্থগিত বুধবারের বৃত্তি পরীক্ষা—জানানো হলো নতুন তারিখ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, পরীক্ষা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের আলোকে পরীক্ষাটি পেছানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত নতুন তারিখে পরীক্ষা আগের নির্ধারিত সময়ে এবং একই কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না; আগের প্রবেশপত্রই কার্যকর থাকবে।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সকল নির্দেশনা ও বিধিবিধান অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। শোক পালনের অংশ হিসেবে এ সময় দেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে