ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২০২৬ সালের প্রথম ছয় মাসের স্পোর্টস সূচি প্রকাশ

২০২৫ ডিসেম্বর ৩১ ১২:১০:৩৩
২০২৬ সালের প্রথম ছয় মাসের স্পোর্টস সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালে দেশ ও বিশ্বের ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচিকে সামনে রেখে বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে ‘স্পোর্টস ক্যালেন্ডার ২০২৬’। এতে ক্রিকেট, ফুটবল, টেনিস, ফর্মুলা ওয়ান, অলিম্পিকসহ বিশ্বের জনপ্রিয় সব খেলাধুলার গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ও আন্তর্জাতিক আসরের সময়সূচি তুলে ধরা হয়েছে।

এই ক্যালেন্ডার ক্রীড়াপ্রেমীদের জন্য পুরো বছরের খেলার আয়োজন এক নজরে জানার কার্যকর নির্দেশিকা হিসেবে কাজ করবে। আজ প্রথম পর্বে ক্যালেন্ডারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উল্লেখযোগ্য ইভেন্টগুলো প্রকাশ করা হয়েছে।

উল্লেখযোগ্য আয়োজনগুলো সংক্ষেপে

ক্রিকেট: আইসিসি টি২০ বিশ্বকাপ (ফেব্রুয়ারি–মার্চ), আইপিএল (মার্চ–মে), বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ

ফুটবল: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, আফ্রিকান নেশন্স কাপ, ২০২৬ ফিফা বিশ্বকাপ (১১ জুন–১৯ জুলাই)

টেনিস: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন

মোটরস্পোর্ট: ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স (অস্ট্রেলিয়া, বাহরাইন, সৌদি আরব, কানাডা, ইউরোপ)

অলিম্পিক: শীতকালীন অলিম্পিক, মিলান–ইতালি

অ্যাথলেটিক্স ও গলফ: ডায়মন্ড লিগ, ইউএস ওপেন, দ্য মাস্টার্সসহ বড় আসর

বিশেষ করে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকো) এবং আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রীড়াবিশ্বের সবচেয়ে আলোচিত ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে।

এই ক্যালেন্ডারের পরবর্তী পর্বে বছরের শেষ ছয় মাসের সূচি প্রকাশ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে