ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজশাহী বনাম নোয়াখালীর জমজমাট খেলাটি শেষ -দেখুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৯ ২২:৩৬:২৩
রাজশাহী বনাম নোয়াখালীর জমজমাট খেলাটি শেষ -দেখুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সিলেটে বিপিএলের উন্মাদনায় আজ শুধুই ছিল ‘রাজশাহী রাজত্ব’। বোলারদের আগুন ঝরানো বোলিং আর ব্যাটারদের পরিপক্কতায় নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের ফলে ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করল তারা।

রিপন মণ্ডলের পেস তান্ডব: দিশেহারা নোয়াখালীটস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করেন রাজশাহীর পেসাররা। বিশেষ করে তরুণ তুর্কি রিপন মণ্ডলের স্পেলে ধসে পড়ে নোয়াখালীর টপ অর্ডার। মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে প্রতিপক্ষকে একাই কোণঠাসা করে দেন তিনি। নোয়াখালীর হায়দার আলী (৩৩) ও মাজ সাদাকাত (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্যদের ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানের বেশি তুলতে পারেনি তারা।

শান্ত-তানজিদের ভিত ও মুশফিকের ফিনিশিং১২৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও বিচলিত হয়নি রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম (২৯) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (২৪) লড়াকু ইনিংস জয়ের পথ সুগম করে দেয়। এরপর অভিজ্ঞতার ঝুলি খুলে বসেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। অপরাজিত ২৮* রানের এক ধীরস্থির ইনিংস খেলে ১৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। নোয়াখালীর হাসান মাহমুদ ২ উইকেট নিলেও কাজের কাজ কিছুই হয়নি।

বিপাকে নোয়াখালী, উড়ছে রাজশাহীটানা তিন হারে টুর্নামেন্টে এখন টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেসের জন্য। অন্যদিকে, বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে আসরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করল রাজশাহী ওয়ারিয়র্স।সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে