ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

২০২৫ ডিসেম্বর ২১ ১২:২৯:২৯
তিন বাহিনী প্রধানের সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বিশেষ আলোচনায় বসেছে এ এম এন নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই গুরুত্বপূর্ণ সভাটি শুরু হয়। নির্বাচনী পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শুরুতেই সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের মতামত নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন বাহিনীর প্রধানরা সিইসি’র সঙ্গে বৈঠকে মিলিত হন। দেশের বিশেষ পরিস্থিতিতে নির্বাচন ও গণভোট আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার ধরন কেমন হবে এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা কী থাকবে, তা নিয়েই মূলত এই সভায় বিশদ আলোচনা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করছেন।

নিরাপত্তা পর্যালোচনার এই ধারাবাহিকতায় আজ দুপুর আড়াইটায় পুনরায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। সেখানে তিন বাহিনীর প্রধানদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনাররা এবং সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও এই দফায় দফায় বৈঠকে অংশগ্রহণ করছেন।

মূলত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিটি দিক খুঁটিয়ে দেখতেই এই ত্বরিত উদ্যোগ নিয়েছে বর্তমান কমিশন। বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনার পর নির্বাচনকালীন মাঠ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিতের চূড়ান্ত নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে