ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র

২০২৫ ডিসেম্বর ২১ ১১:৫৯:১২
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন এলাকায় বিরাজমান অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানকার ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়। মূলত কর্মীদের নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইভ্যাকের পক্ষ থেকে দেওয়া বিশেষ নির্দেশনায় জানানো হয়, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনে (এএইচসিআই) সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।

কতদিন এই অচলাবস্থা চলবে তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করার পরেই পুনরায় কেন্দ্রটি খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

হঠাৎ করে ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম অঞ্চলের হাজার হাজার ভিসা প্রত্যাশী। বিশেষ করে যারা জরুরি চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের জন্য এই স্থগিতাদেশ বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় কার্যক্রম শুরুর বিষয়ে সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে