ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

গ্রিন ২৫ কোটিতে বিক্রি হলেও যে কারণে পাবেন ১৮ কোটি রুপি

২০২৫ ডিসেম্বর ১৭ ১৭:২৫:১৭
গ্রিন ২৫ কোটিতে বিক্রি হলেও যে কারণে পাবেন ১৮ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মিনি নিলাম শেষ হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের (KKR) দলে যুক্ত হয়ে তিনি নিলামের মঞ্চে কার্যত ঝড় তুলেছেন। এই দরের মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারের রেকর্ডও গড়েছেন গ্রিন।

আসন্ন আইপিএল মৌসুমে বেগুনি-সোনালি জার্সিতে মাঠ মাতাতে নামবেন তিনি। সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে থাকলেও এত বড় অঙ্ক হাতে না পাওয়ায় গ্রিনকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

২৫ কোটির দর, হাতে মিলবে ১৮ কোটি

বিসিসিআইয়ের একটি বিশেষ নিয়ম অনুযায়ী, বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ১৮ কোটি রুপিতে সীমাবদ্ধ। তাই গ্রিনের ক্ষেত্রে ২৫ কোটি ২০ লাখ রুপির মধ্যে খেলোয়াড় পাবেন মাত্র ১৮ কোটি রুপি, বাকি ৭ কোটি ২০ লাখ রুপি যাবে বিসিসিআইয়ের প্লেয়ার কল্যাণ তহবিলে।

বিদেশি ক্রিকেটারদের জন্য কেন এই সীমা?

বিদেশি ক্রিকেটারদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে এই নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বশেষ মেগা নিলামের আগে রিটেনশন নীতিতেও বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক ১৮ কোটি রুপিতে নির্ধারণ করা হয়েছিল।

মিনি নিলামেও একই নিয়ম কার্যকর রাখা হয়েছে, যাতে কোনো বিদেশি ক্রিকেটারের দাম ১৮ কোটির বেশি হলেও তা সরাসরি পারিশ্রমিকে প্রতিফলিত না হয়। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ভারসাম্য বজায় থাকে এবং কল্যাণ তহবিলও সমৃদ্ধ হয়।

ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে কি একই নিয়ম?

না। এই ‘পারিশ্রমিক ক্যাপ’ শুধুমাত্র বিদেশি ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো সীমা নেই। কোনো ভারতীয় ক্রিকেটারের নিলাম মূল্য ১৮ কোটির বেশি হলে তিনি পুরো অর্থই পাবেন, কোনো কাটা হবে না।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে