ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

২০২৫ ডিসেম্বর ১৭ ১৭:০২:৪৭
বাংলাদেশি হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। এই উদ্বেগের বিষয়টি জানাতে আজ বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদউল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে নয়াদিল্লিতে অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন বাংলাদেশের হাইকমিশনার। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকে ঢাকায় ভারতীয় কূটনৈতিক মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সংশ্লিষ্ট কিছু ঘটনার প্রেক্ষাপটে হাইকমিশনারকে তলব করা হয়েছে। বৈঠকে বিশেষভাবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকায় কিছু ‘চরমপন্থী উপাদান’ প্রকাশ্যে ভারতীয় হাইকমিশনের আশপাশে নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে—যা ভারতের দৃষ্টিতে অত্যন্ত উদ্বেগজনক। ভারত সরকার মনে করে, এ ধরনের হুমকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ এবং এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে নয়াদিল্লি।

এ ছাড়া সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘিরে ‘চরমপন্থী উপাদানগুলো’র মাধ্যমে যে ধরনের ‘মিথ্যা বয়ান’ ছড়ানোর চেষ্টা চলছে, ভারত তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব ঘটনার বিষয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ তদন্ত হয়নি কিংবা ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি—যা দুর্ভাগ্যজনক।

বিজ্ঞপ্তিতে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় থেকে গড়ে ওঠা দুই দেশের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নমূলক সহযোগিতা ও মানুষে-মানুষে যোগাযোগের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। এই সম্পর্কের ভিত্তিতেই ভারত বরাবরই বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে।

ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে, তারা চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। পাশাপাশি বাংলাদেশ সরকার যেন তাদের কূটনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করে—এমন প্রত্যাশাও জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ‘উসকানিমূলক’ মন্তব্যকে কেন্দ্র করেই এই তলবের ঘটনা ঘটেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে