ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিকন ফার্মাসিউটিক্যালসের নতুন এমডি উলফাত করিম

২০২৫ ডিসেম্বর ১৭ ১৫:২১:৪৬
বিকন ফার্মাসিউটিক্যালসের নতুন এমডি উলফাত করিম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতের অন্যতম কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে বুধবার এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়েছে।

নতুন দায়িত্ব পেয়েছেন উলফাত করিম, যিনি এর আগে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে গত ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করেছে। উলফাত করিমের পূর্ববর্তী দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যপ্রণালী সম্পর্কে গভীর জ্ঞান কোম্পানিটিকে আগামীতে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে এর পর্ষদ।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বিকন ফার্মাসিউটিক্যালস বর্তমানে একটি শক্তিশালী 'এ' ক্যাটাগরির কোম্পানি হিসেবে পরিচিত। বর্তমানে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩১ কোটি টাকা, যার বিপরীতে বাজারে মোট ২৩ কোটি ১০ লাখ শেয়ার রয়েছে।

শেয়ার ধারণের সবশেষ চিত্র অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির ৩৯.৮৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় ২১.৯৫ শতাংশ শেয়ার রয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে