ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, জিবিবি পাওয়ারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

২০২৫ ডিসেম্বর ১৫ ০৭:০৪:৩৭
বিদ্যুৎকেন্দ্র বন্ধ, জিবিবি পাওয়ারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকা, দীর্ঘদিন ধরে রাজস্ব আয়ের ঘাটতি এবং সামগ্রিক আর্থিক দুরবস্থার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের ভবিষ্যৎ কার্যক্রম ও টিকে থাকার সক্ষমতা নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ বিষয়ে স্পষ্টভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) জিবিবি পাওয়ারের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশের পর এ উদ্বেগের বিষয়টি সামনে আসে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার এস এইচ তালুকদার।

নিরীক্ষকের মতামতে বলা হয়েছে, জিবিবি পাওয়ারের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ ২০২৩ সালের জুন মাসে শেষ হয়ে গেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে তা আর নবায়ন করা হয়নি। ফলে গত দুই অর্থবছর ধরে কোম্পানিটির মূল ব্যবসা—বিদ্যুৎ উৎপাদন ও বিক্রি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এ খাত থেকে কোনো রাজস্ব আয় আসেনি। এই বাস্তবতায় কোম্পানিটির ভবিষ্যৎ পরিচালনা ও ধারাবাহিকতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আর্থিক অবস্থার প্রতিফলন হিসেবে ২০২৪–২৫ অর্থবছরে জিবিবি পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ পয়সা, যেখানে আগের অর্থবছরে শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছিল। তবে আয় ইতিবাচক হলেও তা কোম্পানির সামগ্রিক সংকট কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়। অন্যদিকে বাজারে শেয়ারটির দর রয়েছে তার অনেক নিচে। ডিএসইতে রোববার (১৪ ডিসেম্বর) জিবিবি পাওয়ারের শেয়ার সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, গত এক বছরে জিবিবি পাওয়ারের শেয়ারের দর সর্বনিম্ন ৫ টাকা ৩০ পয়সা এবং সর্বোচ্চ ৮ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু না হলে এবং নতুন চুক্তি না এলে কোম্পানিটির সামনে ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে