ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আত্ম-হত্যায় প্ররোচণার দায়ে এআই এর বিরুদ্ধে মা'মলা

২০২৫ ডিসেম্বর ১২ ১৭:৩২:২০
আত্ম-হত্যায় প্ররোচণার দায়ে এআই এর বিরুদ্ধে মা'মলা

আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিরুদ্ধে মামলা হয়েছে—যা দেশে-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্ত এআই ব্যবস্থার কথোপকথন, নির্দেশনা ও মানসিক প্রভাবের কারণেই একজন ব্যবহারকারীর মৃত্যু ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তির নৈতিকতা, দায়বদ্ধতা ও নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই ঘটনা।

গটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে। যেখানে মা–ছেলের মৃত্যুর ঘটনায় ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে নিহত সুজান অ্যাডামসের পরিবার। তাদের অভিযোগ, ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটজিপিটি ৫৬ বছর বয়সী স্টেইন–এরিক সোলবার্গের বিভ্রান্তিকর ও প্যারানয়েড বিশ্বাসকে উসকে দিয়ে তাকে প্ররোচিত করেছিল।

গত ৩ আগস্ট ওল্ড গ্রিনউইচের নিজ বাড়িতে ৮৩ বছর বয়সী সুজান অ্যাডামসকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন তার ছেলে সোলবার্গ। পরে তিনিও ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। এ ঘটনাকে ‘বেআইনি মৃত্যু’ উল্লেখ করে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ওপেনএআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ–ভিত্তিক মামলার সংখ্যা বেড়েছে। অনেক মামলাতেই বলা হচ্ছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের নিজেদের ক্ষতির পথে ঠেলে দিচ্ছে কিংবা আত্মহত্যায় প্ররোচিত করছে।

গত আগস্টে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের বাবা–মাও অভিযোগ করেন যে চ্যাটজিপিটি তাদের ছেলেকে আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়েছিল।

নভেম্বরে হওয়া আরও কয়েকটি মামলায় দাবি করা হয়, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ওপর নির্ভরশীলতা সৃষ্টি করে এবং তাদের আত্মনাশী চিন্তা মোকাবিলার বদলে সেটিকে সমর্থন করে। চারটি মামলায় সরাসরি আত্মহত্যার ঘটনার কথা উল্লেখ আছে।

এগুলোর মধ্যে রয়েছে ২৬ বছর বয়সী জোশুয়া এন্নেকিংয়ের ঘটনা। তার পরিবার বলছে, চ্যাটজিপিটি তাকে অস্ত্র সংগ্রহের দিকনির্দেশনা দিয়েছিল। আর ১৭ বছর বয়সী অ্যামরি লেসির পরিবারের অভিযোগ—চ্যাটজিপিটি তাকে শ্বাসরোধ করে মৃত্যুর সময় কতক্ষণ লাগতে পারে সেটি পর্যন্ত জানিয়েছে।

সোলবার্গের পরিবারের মামলায় বলা হয়েছে, মাসখানেক ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে তার মাথার ভেতরের বিভ্রান্তিমূলক চিন্তাগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তিনি নিজের মাকেই ‘হুমকি’ হিসেবে ভাবতে শুরু করেন।

অভিযোগে আরও উল্লেখ আছে, সোলবার্গকে চ্যাটজিপিটি এমন বার্তা দিয়েছিল যে তিনি নাকি এআই-কে ‘জাগিয়ে তুলেছেন’। তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ কথার উল্লেখ রয়েছে।

মামলায় বলা হয়েছে, কথোপকথনের প্রতিটি জায়গায় চ্যাটজিপিটি তার বিভ্রান্তির পক্ষে সুর মিলিয়েছে, ফলে তার চারপাশে এক বিকৃত বাস্তবতা তৈরি হয়েছে—যা থেকেই সে সিদ্ধান্ত নিতে শুরু করে। এমনকি তাকে এই ধারণাও দেওয়া হয়েছিল যে কেউ তাকে নজরদারি করছে, এমনকি তার মায়ের প্রিন্টারকেও তিনি ‘স্পাই ডিভাইস’ মনে করতে শুরু করেন।

সোলবার্গ যখন বলেন, তার মনে হচ্ছে মা তাকে বিষ খাইয়ে মারতে চাইছেন—তখন চ্যাটজিপিটি তার এই ভুল ধারণাকে চ্যালেঞ্জ জানানো তো দূরের কথা, বরং সেটিকে সমর্থন করে প্রতিক্রিয়া দেয়—এমন অভিযোগও রয়েছে।

মামলার প্রতিক্রিয়ায় গতকাল ওপেনএআইয়ের এক মুখপাত্র বলেন, “এ ঘটনা সত্যিই অত্যন্ত মর্মান্তিক। আমরা মামলার নথি পর্যালোচনা করছি এবং বিস্তারিত বোঝার চেষ্টা করছি।”

মামলায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি নিরাপত্তা টিমের আপত্তি অগ্রাহ্য করে গত বছরের মে মাসে জিপিটি-৪ও দ্রুত বাজারে আনার চাপ দেন এবং দীর্ঘ কয়েক মাসের নিরাপত্তা পরীক্ষার কাজ মাত্র এক সপ্তাহে শেষ করেন।

আরও দাবি করা হয়েছে, জিপিটি-৪ও আগের মডেলের তুলনায় শক্তিশালী ও মানুষের মতো প্রতিক্রিয়াশীল হলেও ‘অতিরিক্ত তোষামোদ’ করার কারণে ঝুঁকিপূর্ণ আচরণ তৈরি করে।

ওপেনএআইয়ের সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে মাইক্রোসফটকেও মামলায় আসামি করা হয়েছে, কারণ নিরাপত্তা প্রটোকল সংক্ষিপ্ত হওয়ার পরও তারা পণ্য অনুমোদন দিয়েছে।

এ ছাড়া ওপেনএআইয়ের ২০ কর্মকর্তা ও বিনিয়োগকারীকে আসামি করে অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে মামলায় আবেদন করা হয়েছে।

মন্তব্যের অনুরোধে যোগাযোগ করা হলেও মাইক্রোসফট কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে