ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা হতে পারে আজ

২০২৫ ডিসেম্বর ১০ ১০:৫৩:৩৪
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা হতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি উপস্থাপন করতে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির রেকর্ডেড ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন। তিনি বলেন, “বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সম্পূর্ণ কমিশন। একই দিনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে তফসিল ঘোষণা থাকবে। পরে তা সম্প্রচার করা হবে।”

ইসির আরেক কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে।

তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসি তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে এবার ব্যালটে নৌকা প্রতীক থাকছে না। কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যে দলের নিবন্ধন বাতিল বা স্থগিত, তাদের প্রতীক ব্যালটে থাকবে না।”

সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে— পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার: ১,২৩৪ জন।

ভোটকেন্দ্র রয়েছে ৪২,৭৬১টি এবং ভোটকক্ষ ২,৪৪,৬৪৯টি। ভোট দুটি একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে। এবার ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে