ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেগম রোকেয়া পদক পেলেন যারা

২০২৫ ডিসেম্বর ০৯ ১৩:৪৬:৪৫
বেগম রোকেয়া পদক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে। পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই পদক নারী উন্নয়ন, সামাজিক সঠিকতা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চারজন প্রাপ্তির হাতে পদক তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। তারা নারী উন্নয়ন ও সামাজিক সমতার ওপর গুরুত্বারোপ করেন।

পদকপ্রাপ্তরা হলেন—

নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা): রুভানা রাকিব, যিনি নারী শিক্ষার প্রসারে গবেষণামূলক কাজের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার): কল্পনা আক্তার, যিনি শ্রমিক নারীদের অধিকার সুরক্ষায় কাজ করছেন।

মানবাধিকার শ্রেণিতে: নাবিলা ইদ্রিস, যিনি মানবাধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে সুপরিচিত।

নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা, যিনি নারী ক্রীড়া ও খেলাধুলার বিকাশে ভূমিকা রেখেছেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। অনুষ্ঠান চলাকালে নারী নেতৃত্ব, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।শিক্ষক, গবেষক ও সমাজকর্মীদের মধ্যে এই পদককে সমাজে নারীর ক্ষমতায়নের সেরা উদাহরণ হিসেবে মূল্যায়ন করা হয়।

উল্লেখ্য, বেগম রোকেয়া পদক দেশের নারী উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বরাদ্দ করা হয়। এই পদকটি নারীশিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার ও ক্রীড়া ক্ষেত্রে তাদের কর্মের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে