ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আয়নাঘরের গুম মামলায় ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা

২০২৫ ডিসেম্বর ০৯ ১২:৪৫:০৮
আয়নাঘরের গুম মামলায় ট্রাইব্যুনালে হাজির তিন সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: আয়নাঘরে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে পুলিশ তাদের ট্রাইব্যুনালে উপস্থিত করায়।

এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই মামলার শুনানি পরিচালনা করেন। শুনানিতে স্টেট ডিফেন্স ও উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা অংশ নেন।

হাজির করা তিন কর্মকর্তা হলেন: ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।

মামলায় পলাতক অন্য আসামির মধ্যে রয়েছেন: শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ এবং লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

গত ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের ওপর শুনানি পরিচালনা করেন। মামলায় পাঁচটি অভিযোগ প্রমাণের জন্য ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন তিনি। পরে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তারকৃত তিন আসামির পক্ষে সময় চাওয়ায় শুনানি অনুষ্ঠিত হওয়ার তারিখ আজ নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর প্রসিকিউশন ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। অভিযোগ গ্রহণের পর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর পলাতক আসামিদের হাজির করার জন্য সাত দিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে