ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা বন্ধ: এনবিআর চেয়ারম্যান

২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:২৭:১৬
ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা বন্ধ: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আগামী বছর থেকে ভ্যাট নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠানই ব্যবসা পরিচালনা করতে পারবে না।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী এক থেকে দুই বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাট নেটের আওতায় আনা হবে। বর্তমানে নিবন্ধিত ভ্যাট পেয়ার সংখ্যা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা দেশের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।”

চলতি মাসেই এনবিআর এক লাখ নতুন প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে। চেয়ারম্যান বলেন, “যে প্রতিষ্ঠানগুলো ভ্যাট দিচ্ছে, তাদের হাত দিয়ে পরিচালিত ভ্যাট নেট খুবই ছোট। ব্যবসা-বাণিজ্যের সঙ্গে এর কোনো সামঞ্জস্য নেই।”

আমদানি করা মোবাইল ফোনে কর কমানোর বিষয়ে তিনি বলেন, “রাষ্ট্রের স্বার্থ সর্বোচ্চ। যদি দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হয়, আমরা যৌক্তিক আলোচনা শেষে পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের।” তিনি আরও বলেন, কর অব্যাহতির ক্ষমতা এখন আর এনবিআরের হাতে নেই; এটি সরকার নির্ধারণ করবে।

এনবিআরের এই উদ্যোগের মাধ্যমে দেশের ব্যবসায়িক পরিবেশ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে