ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হজযাত্রীদের জন্য বড় সুখবর দিল এনবিআর

২০২৫ ডিসেম্বর ০৯ ১৫:১৬:৪৯
হজযাত্রীদের জন্য বড় সুখবর দিল এনবিআর

নিজস্ব প্রতিবেদক: হজযাত্রীদের বাড়তি ব্যয় কমাতে তাদের বিমান ভ্রমণের ওপর আরোপিত আবগারি শুল্ক (ট্রাভেল ট্যাক্স) আগামী বছরের জুন পর্যন্ত মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে সংস্থাটি এ তথ্য জানায়। আদেশ জারির পর থেকেই তা কার্যকর হবে।

এনবিআর জানায়, সৌদি আরবগামী যাত্রীদের বিমান টিকিটের সঙ্গে যে পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হতো, হজযাত্রীদের ক্ষেত্রে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। প্লেনের টিকিট বিক্রির সময় সাধারণত এ শুল্ক আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তবে হজযাত্রীদের জন্য অতীতে একাধিকবার এসব শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে