ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পাটজাত পণ্য রপ্তানিকারকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

২০২৫ ডিসেম্বর ০৯ ১৯:৫৪:৩৭
পাটজাত পণ্য রপ্তানিকারকদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: রপ্তানিকারকদের বৈদেশিক আয় দ্রুত দেশে ফেরত আনা এবং ব্যবসায়িক ঝুঁকি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানি করা পাটজাত পণ্যের রপ্তানি বিল কমিয়ে (ডিসকাউন্ট দিয়ে) পরিশোধের আবেদন গ্রহণ করবে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে এই সুবিধা শুধুমাত্র তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের জন্য সীমাবদ্ধ ছিল।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, যদি বিদেশি ক্রেতা পণ্যের মান, বাজার পরিস্থিতি বা শিপমেন্ট-সংক্রান্ত কারণে পুরো বিল পরিশোধ না করে কম দামে পরিশোধ করতে চায়, তখন রপ্তানিকারকরা দ্রুত তাদের বৈদেশিক আয় দেশে ফিরিয়ে আনতে পারবেন। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় নথি ও নিয়ম মেনে আবেদন গ্রহণ করবে।

রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় ডিসকাউন্ট কমিটিতে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)–কেও সহ-সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের নগদ প্রবাহ বজায় রাখতে, বিরোধ কমাতে এবং বৈধভাবে রপ্তানি আয় দেশে ফেরত আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, যে কোনো পণ্য বিদেশে যে দামে রপ্তানি করা হয়েছে, যদি কোনো কারণে বিদেশি ক্রেতা সম্পূর্ণ মূল্য না দিয়ে কম দামে পরিশোধ করতে চায়, সেটিই ডিসকাউন্ট ক্লেইম হিসেবে বিবেচিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে