ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চট্টগ্রামে চীনা প্রতিষ্ঠানের ১২২৩ কোটি টাকার নতুন বিনিয়োগ

২০২৫ ডিসেম্বর ০৯ ২০:০৫:৪০
চট্টগ্রামে চীনা প্রতিষ্ঠানের ১২২৩ কোটি টাকার নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড পোশাক কারখানা স্থাপনে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এটির পরিমাণ প্রায় ১,২২৩ কোটি ৯০ লাখ টাকা (ডলার প্রতি ১২২ টাকা হিসেবে)। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে কারখানায় ৩,১৫৮ জন বাংলাদেশি কর্মসংস্থান পাবেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চুক্তি স্বাক্ষর করেছে। বেপজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, এবং চীনা প্রতিষ্ঠানটির পক্ষে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক লি কিংকি।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বার্ষিক উৎপাদন করবে ১.৫৬ মিলিয়ন পিস টপস, টি-শার্ট, ট্রাউজার ও শর্টস (নারী, পুরুষ ও শিশুদের জন্য) এছাআড় ৪.০১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও শর্টস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, যিনি চীনা প্রতিষ্ঠানকে স্বাগত জানান এবং ব্যবসা পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন সহযোগিতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া উপস্থিত ছিলেন বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে