ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে, দুর্নীতি কমে আসবে: অর্থ উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:৩৮:৫৫
রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে, দুর্নীতি কমে আসবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশে দুর্নীতি মোকাবিলায় সামাজিক মূল্যবোধ ও স্বচ্ছতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “শুধু শাস্তি দিয়ে নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব।”

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সমাজে যদি রাজনীতিবিদদের সদিচ্ছা থাকে, তবে দুর্নীতি কমে আসবে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলেও সঠিক শাস্তি কার্যকর হয় না। তাই সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব জরুরি।”

তিনি আরও বলেন, “দুর্নীতিকে সমাজে ঘৃণা করতে হবে। বর্তমানে দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে। সবাইকে মিলিতভাবে দুর্নীতির তথ্য সরবরাহ করতে হবে। দুদক আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, “শুধু শাস্তি দিয়ে কখনও দুর্নীতি নির্মূল করা যায়নি। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। বাংলাদেশে ১৪ থেকে ১৫ ধরনের দুর্নীতি রয়েছে, যার মধ্যে ঘুষ শুধু একটি ধরন।”

দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, “সরকারি প্রকল্পের সব তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে। তথ্য আপডেট থাকলেও জনগণকে জানাতে হবে। চুরি হওয়া টাকা ফেরানো কঠিন, তাই আমাদের নিজস্ব মডেল তৈরি করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আরও উপস্থিত ছিলেন দুদকের অন্যান্য কমিশনার, সচিব, মহাপরিচালক ও পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে