ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা জানাল ইসি

২০২৫ ডিসেম্বর ০৯ ২০:২১:০৪
উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার বা উপদেষ্টা পরিষদের কোনো পদে থাকা ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো সরকারি পদে থেকে ভোটের প্রচারেও অংশ নেওয়া যাবে না। ফলে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের জানান, তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইসির সম্পন্ন। আসন বিন্যাস, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগের প্রজ্ঞাপন, ২০টির মতো পরিপত্র, মোবাইল কোর্ট পরিচালনা, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি—সব কিছুর ফরম্যাট প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পরই এগুলো ক্রমান্বয়ে জারি করা হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী সরকারের পদে থেকে প্রচার চালানো নিষিদ্ধ। তাই যারা প্রচার করতে পারবেন না, তারা প্রার্থীও হতে পারবেন না।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহিম মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পরই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে আসবে। তিনি জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত দলগুলোর প্রতীক থাকবে না।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। আগামীকাল দুপুরে ইসির প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাবেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে