ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাবেক মন্ত্রীর কোটি-কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

২০২৫ ডিসেম্বর ০৯ ১৯:১৬:৫৪
সাবেক মন্ত্রীর কোটি-কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ১৭৭ শতাংশ জমি এবং দুইটি গাড়িজব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ক্রোক হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৯ লাখ টাকা।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-পরিচালক আখতারুল ইসলাম বলেন, আদালতের এই আদেশ দুদকের আবেদনের পর দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান খান অসাধুভাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৬ কোটি ৪১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ৮টি ব্যাংকের মাধ্যমে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ টাকার লেনদেন করেছেন। তদন্তে আরও পাওয়া গেছে, আসামি তার অবৈধ সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন।

আদালত এই সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন যাতে মামলা চলাকালীন সময়ে তা বিক্রি বা হস্তান্তর না হতে পারে এবং রাষ্ট্রের ক্ষতি রোধ করা যায়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে