ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তফসিল ঘোষণার পর সব ধরনের অনুমোদনহীন সমাবেশ নিষিদ্ধ

২০২৫ ডিসেম্বর ০৯ ১৯:০৭:১১
তফসিল ঘোষণার পর সব ধরনের অনুমোদনহীন সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা এখন নির্বাচনী সময়ের মধ্যে প্রবেশ করেছি। তাই যেকোনো দাবি-দাওয়া নির্বাচনের পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে।” তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ প্রায় নয় লাখ সদস্য কাজ করবে এবং ইতোমধ্যে ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে জানান, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো বেআইনি সভা-সমাবেশ বা জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, “গত দুই বছরে আন্দোলনকারীরা দুই হাজারের বেশি বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি-দাওয়া জানিয়েছে, যার অনেকের ন্যায্য দাবি মেনে সরকার সমাধানের চেষ্টা করেছে। আশা করছি, এই সময় কেউ উত্তেজনা বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবে না।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে