ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিএসই সূচক বৃদ্ধি: চালিকাশক্তি হয়ে উঠল ১০ কোম্পানি

২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:০৮:৩৬
ডিএসই সূচক বৃদ্ধি: চালিকাশক্তি হয়ে উঠল ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : টানা দরপতনের পর গতকাল থেকে বাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। সেই ধারাবাহিকতায় আজ (০৯ ডিসেম্বর) শেয়ারবাজার দিনশেষে ঊর্ধ্বমুখী প্রবণতাতেই লেনদেন সম্পন্ন করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ডিএসইএক্স প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে উঠেছে ৫ হাজার ৯.৬৩ পয়েন্টে। সূচকের এই উত্থানে প্রধান ভূমিকা রেখেছে ১০টি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্যমতে, এই প্রতিষ্ঠানগুলোই সম্মিলিতভাবে সূচকে প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে।

সূচকে ইতিবাচক অবদান রাখা কোম্পানিগুলো হলো— ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, লাফার্জহোলসিম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং রেনেটা।

এর মধ্যে সর্বোচ্চ অবদান রেখেছে ইসলামী ব্যাংক, যা একাই প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। ব্যাংকটির শেয়ার দর আজ ৫০ পয়সা বা ১.৩৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬ টাকা ৬০ পয়সায়। দিনজুড়ে শেয়ারটির মূল্য ৩৬ টাকা ৩০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। মোট লেনদেন হয়েছে ৬৩ লাখ ৬৩ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখা ওয়ালটন হাইটেক সূচকে যোগ করেছে ২ পয়েন্টের বেশি। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ১.৩৪ শতাংশ বেড়ে ৩৭৯ টাকায় পৌঁছায়। সারাদিন দর ছিল ৩৭৬ টাকা থেকে ৩৮১ টাকা ৭০ পয়সার মধ্যে। লেনদেন হয়েছে ৭৯ লাখ ৭৯ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ অবদানকারী ন্যাশনাল ব্যাংক সূচকে প্রায় ২ পয়েন্ট যোগ করেছে। ব্যাংকটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়। দিনের লেনদেন ছিল ১৪ লাখ ৬০ হাজার টাকার।

  • বাকি কোম্পানিগুলোর মধ্যে—

  • প্রাইম ব্যাংক প্রায় ২ পয়েন্ট

  • ব্র্যাক ব্যাংক প্রায় ২ পয়েন্ট

  • বেক্সিমকো ফার্মা ১ পয়েন্টের বেশি

  • পূবালী ব্যাংক প্রায় ১ পয়েন্ট

  • লাফার্জহোলসিম প্রায় ১ পয়েন্ট

  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্টের বেশি

  • রেনেটা ১ পয়েন্ট

সূচকে অবদান রেখেছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে