ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএম-এর তারিখ ঘোষণা করল ইসলামী ব্যাংক

২০২৫ ডিসেম্বর ০৯ ১১:৪১:৩৯
এজিএম-এর তারিখ ঘোষণা করল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশে কোম্পানিটি দ্রুততম সময়ে এজিএমের তারিখ ও সময় চূড়ান্ত করেছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটি জানিয়েছে, গত ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় এজিএমের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে জারি করা আদেশ (কোম্পানি ম্যাটার নং ১১০৭ অফ ২০২৫) মেনে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশের প্রতিপালন নিশ্চিত করতেই পর্ষদ ত্বরিত গতিতে সভার আয়োজন করছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৪২তম এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সকাল ১০:০০ টায়। সভাটি সম্পূর্ণ সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভেন্যু নির্ধারণ করা হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

উল্লেখ্য, এর আগে গত ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটি এজিএম সংক্রান্ত যে সংবাদ প্রকাশ করেছিল, তাতে কোনো কারণে জটিলতা সৃষ্টি হয়েছিল। আদালতের হস্তক্ষেপে এখন ১১ ডিসেম্বর সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেয়ারহোল্ডারদের প্রতি অনুরোধ জানানো হয়েছে তারা যেন পরিবর্তিত ও চূড়ান্ত তারিখ অনুযায়ী সভায় সশরীরে উপস্থিত থাকেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে