ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

স্ত্রীকে ৫ লাখ শেয়ার উপহার দিতে চান উদ্যোক্তা পরিচালক

২০২৫ ডিসেম্বর ০৯ ১৬:১১:২০
স্ত্রীকে ৫ লাখ শেয়ার উপহার দিতে চান উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক তার হোল্ডিং থেকে বিপুল সংখ্যক শেয়ার স্ত্রীকে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী মিসেস আফরোজা বেগম-কে (যিনি কোম্পানির একজন সাধারণ শেয়ারহোল্ডার) ৫ লাখ শেয়ার উপহার হিসেবে দিতে চেয়েছেন। বর্তমানে কোম্পানির মোট ৫ লাখ ৭০ হাজার ২৩৬টি শেয়ার পরিচালকের নামে রয়েছে। যেখান থেকে একটি বড় অংশ, অর্থাৎ ৫ লাখ শেয়ার, তার স্ত্রীর নামে হস্তান্তর করবেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। অর্থাৎ, সাধারণ লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে এই শেয়ার বিক্রি না করে, পরিচালক তার স্ত্রীকে সরাসরি উপহার হিসেবে হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে